আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে বিনাপ্রশ্নে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়াকে ‘বড়শিতে আধার গেঁথে মাছ শিকারের’ সঙ্গে তুলনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ বক্তব্যকে ‘ধূম্রজাল সৃষ্টির কৌশল’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘এটা (বড়শিতে আধার গেঁথে মাছ শিকার) হাস্যকর কথা। আমরা তো দেখলাম যে আপনারা ওই মাছের টোপ দিয়ে যাদেরকে ধরেন তারা আপনাদের লোক। নিজেরাই তো এর (দুর্নীতির) সঙ্গে জড়িত।’