ল্যাপটপ ভাল রাখতে চান, জেনে রাখুন ১০টি গুরুত্বপূর্ণ টিপস

যুগান্তর প্রকাশিত: ০৮ জুন ২০২৪, ১৪:৫৭

ল্যাপটপের কার্যক্ষমতা বৃদ্ধির জন্য এটিকে যত্ন সহকারে ব্যবহার করা অত্যন্ত জরুরি। যত্ন ছাড়া একটা ল্যাপটপ ব্যবহার করলে ওই ল্যাপটপ খুব বেশি দিন ব্যবহার করা যাবে না। সঠিক ভাবে যত্ন সহকারে ব্যবহার করলে ওই ল্যাপটপের হার্ডওয়্যার, ডেটা, এবং সফ্টওয়্যার সংক্রান্ত নানা সমস্যা থেকে আপনার ল্যাপটপকে রক্ষা করা যাবে। ধুলো পড়ে থাকলে ল্যাপটপের বায়ু প্রবাহসহ নানা ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে অসময়ে আপনার ল্যাপটপ নষ্ট হতে পারে। তাই ল্যাপটপের যত্নে কি কি নেওয়া জরুরি তা জানা অত্যাবশ্যক।


ল্যাপটপের যত্নে অনেক কিছুই করা করার রয়েছে। তবে আপনার জন্য আজকের আর্টিকেলে ল্যাপটপের যত্নে করণীয় গুরুত্বপূর্ণ ১০টি বিষয় নিয়ে আলোচনা।


পরিষ্কার রাখুন
ল্যাপটপে নানা রকমের ধুলো পড়ে ল্যাপটপের সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। যাতে হার্ডওয়্যার কোনো প্রকার সমস্যা না হয় সে জন্য পরিষ্কার রাখুন। ভাল কভার ব্যবহার করুন। ল্যাপটপ ব্যবহার না করলেও এটিকে ভাল কভারে রাখুন যাতে কোনো প্রকার ময়লা না পড়ে।


কাছাকাছি খাবার এবং পানীয় এড়িয়ে চলুন 
ল্যাপটপের আশেপাশে খাবার ও পানীয় রাখলে এসব ল্যাপটপে পড়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই ল্যাপটপের আশেপাশে খাবার এবং পানীয় রাখা থেকে বিরত থাকার চেষ্টা করা জরুরি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও