নতুন এআই মডেল আনতে যাচ্ছে মেটা, যেসব সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের অবস্থান শক্ত করতে নতুন এআই মডেল তৈরি করছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে স্কেল এআইয়ের সহপ্রতিষ্ঠাতা আলেক্সান্ডার ওয়াংয়ের নেতৃত্বে একাধিক নতুন এআই মডেল উন্নয়নের কাজ শুরু করেছে মেটার ‘সুপারইন্টেলিজেন্স ল্যাব’।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, মেটা ‘ম্যাঙ্গো’ কোডনামে একটি নতুন ছবি ও ভিডিওভিত্তিক এআই মডেল এবং ‘অ্যাভোকাডো’ নামে একটি টেক্সটভিত্তিক মডেল তৈরি করছে। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের শুরুতে মডেলগুলো উন্মুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি মেটার নতুন এআই রোডম্যাপ তুলে ধরে আলেক্সান্ডার ওয়াং জানান, নতুন টেক্সটভিত্তিক মডেলটিকে কোডিং ও সফটওয়্যার উন্নয়নের কাজে আরও দক্ষ করে তোলাই তাদের প্রধান লক্ষ্য। একই সঙ্গে এমন ‘ওয়ার্ল্ড মডেল’ নিয়ে কাজ চলছে, যা দৃশ্যমান তথ্য বুঝতে পারবে এবং যুক্তি, পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হবে। এর জন্য সব সম্ভাব্য পরিস্থিতির জন্য আলাদাভাবে প্রশিক্ষণ দিতে হবে না।