শাওমি, ডিপসিককে নিষিদ্ধের দাবি ৯ মার্কিন আইনপ্রণেতার
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৫:২৯
চীনা সামরিক বাহিনীকে সহায়তাকারী প্রতিষ্ঠানের তালিকায় ডিপসিক ও শাওমিকে অন্তর্ভুক্তের জন্য মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের কাছে আহ্বান জানিয়েছেন দেশটির আইনপ্রণেতারা।
এ সপ্তাহে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে এক চিঠি পাঠিয়েছেন মার্কিন নয় আইনপ্রণেতার একটি দল। চিঠিতে তারা পেন্টাগনকে অনুরোধ করেছেন, বেশ কিছু চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানকে এমন এক তালিকায় অন্তর্ভুক্ত করা হোক যাদের বিরুদ্ধে চীনা সামরিক বাহিনীকে সহায়তার অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার পাঠানো ওই চিঠিতে আইনপ্রণেতারা প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে অনুরোধ করেছেন, এআই কোম্পানি ডিপসিক, স্মার্টফোন নির্মাতা শাওমি ও ইলেকট্রনিক ডিসপ্লে প্রস্তুতকারক ‘বিওই টেকনোলজি গ্রুপ’কে ‘সেকশন ১২৬০এইচ’ তালিকায় যেন তিনি অন্তর্ভুক্ত করেন।