২.১ সেকেন্ডেই ১০০ কিলোমিটার গতি পোর্শের এই গাড়ির

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৭ জুন ২০২৪, ১৭:০১

বিশ্বের অন্যতম বিলাসবহুল গাড়ি সংস্থা পোর্শে। জার্মান গাড়ি নির্মাতা সংস্থা পোর্শে এখন সুপার কার ও স্পোর্টস কারও বাজারে আনছে। আর পোর্শের এই সব গাড়িগুলো সারা বিশ্বে এর চূড়ান্ত গতির জন্য বেশ বিখ্যাত। এছাড়া এর ডিজাইন, পাওয়ারফুল ইঞ্জিনের জন্যেও এই পোর্শের মডেলগুলো বিখ্যাত হয়েছে। দামও অত্যন্ত বেশি এই সব গাড়ির। ফলে খুব কম মানুষই এই গাড়ি কিনতে পারেন।


পোর্শে টায়কান টার্বো জিটিতে রয়েছে কার্বন সেরামিক ব্রেক, ২১ ইঞ্চির ফোর্জড হুইল যা কি না পোর্শের টার্বো এস মডেলের তুলনায় খুবই হালকা। এই গাড়ির চাকা মোড়া রয়েছে পিরেলি পি জিরো ট্রফিও আর টায়ার দিয়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও