বাংলাদেশের প্রতিপক্ষ, বাংলাদেশের চ্যালেঞ্জ
প্রথম আলো
প্রকাশিত: ০৬ জুন ২০২৪, ১৫:৪৬
বাংলাদেশ দলের গত দু-তিনটি বিশ্বকাপ খুব একটা ভালো যায়নি। সে তুলনায় এবার দলের গঠন, ভারসাম্য আর প্রস্তুতি—সব মিলিয়ে কিছু ইতিবাচক ব্যাপার রয়েছে। টপ অর্ডার নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও মাহমুদউল্লাহর ফিরে আসা, জাকের আলীর অন্তর্ভুক্তি, মোস্তাফিজুর রহমানের আত্মবিশ্বাসী বোলিং, সাকিব আল হাসানের উপস্থিতি—এ ছাড়া দলে টি-টোয়েন্টি উপযোগী বেশ কয়েকজন খেলোয়াড় আছে।
প্রস্তুতির দিক দিয়ে ভাবলে, এর আগে দেখা গেছে—বিশ্বকাপের আগে দেশের মাটিতে বড় বড় দলকে ডেকে এনে কন্ডিশনের সুবিধা নিয়ে একধরনের মিথ্যা আত্মবিশ্বাস তৈরির চেষ্টা করা হয়েছে। দিন শেষে কিন্তু তা কাজে লাগেনি। এবার সেটা করা হয়নি। জিম্বাবুয়ে আদর্শ প্রতিপক্ষ না হলেও সিরিজটি ‘ইভেন’ কন্ডিশনে খেলেছে বাংলাদেশ। সে কারণেও এবারের দলটি গত কয়েকবারের তুলনায় ভিন্ন একটা মানসিকতা নিয়ে গেছে।
- ট্যাগ:
- খেলা
- বাংলাদেশ
- চ্যালেঞ্জ
- ‘প্রতিপক্ষ’