টি ব্যাগের চা পান করা কি ভালো?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৬ জুন ২০২৪, ১২:৪৮
গরম পানিতে চায়ের টি ব্যাগ ডুবিয়ে দিলেই মুহূর্তেই তৈরি লিকার বা রং চা। তবে টি ব্যাগের চা পান করা কি আদৌ শরীরের জন্য ভালো? চলুন জেনে নেওয়া যাক-
মাইক্রোপ্লাস্টিকের বিপদ
কিছু টি ব্যাগ নাইলন বা পিইটি দিয়ে তৈরি হয়। গরম পানি বা দুধের মধ্যে যখন এটি চোবানো হয়, তখন কিছু প্লাস্টিক চায়ের মধ্যে মিশে যায়। যা নানা রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়।
ফ্লুরাইড থেকে ক্ষতি
গ্রিন টি’র পাতার মধ্যে মাটি থেকে ফ্লুরাইড আসে। তাই এই পাতাগুলো বিশেষভাবে প্রক্রিয়াজাত করা হয়। তবে টি ব্যাগের মধ্যে ফ্লুরাইড থেকে যেতে পারে। যা বেশি মাত্রায় শরীরে গেলে ফ্লুরোসিস, হাড় নষ্ট হয়ে যাওয়া, ক্লান্তি, অস্টিয়োপোরোসিস, জয়েন্টের ব্যথা দেখা দিতে পারে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- স্বাস্থ্য ঝুঁকি
- টি ব্যাগ