কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যেসব কারণে একক সংখ্যাগরিষ্ঠতা পেলেন না মোদি

যুগান্তর প্রকাশিত: ০৫ জুন ২০২৪, ২০:০৩

টানা তৃতীয়বারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন জোট জয় পেলেও একচেটিয়া সংখ্যাগরিষ্ঠতা পায়নি ভারতীয় জনতা পার্টি বিজেপি। এবার ভারতের লোকসভা নির্বাচন অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। এবার তারা পেয়েছে ২৪০টি আসন। যে বিষয়গুলো বিজেপির এই অপেক্ষাকৃত খারাপ ফলাফলের কারণ হিসেবে বিবেচিত হচ্ছে তা হলো বেকারত্ব, মূল্যস্ফীতি, বাড়তে থাকা অসাম্য ও বিতর্কিত সেনা নিয়োগ সংস্কার। এছাড়া আরও কয়েকটি বিষয়ের সঙ্গে সম্ভবত তাদের উল্লেখযোগ্য আসন হারানোর সম্পর্ক আছে।


এর মধ্যে মোদি নিজের যে ভাবমূর্তি গড়ে তুলেছিলেন তার ক্ষয় অন্যতম। বিভিন্ন নিয়মিত অনুষ্ঠানকে রঙিন চশমা পরিয়ে ও সেগুলো নিয়ে সামাজিক মাধ্যমে চতুর বার্তা ছড়িয়ে নিজের ব্রান্ডিং দক্ষতার পরিচয় দিয়েছিলেন মোদি। দুর্বল বিরোধী দল ও বন্ধুত্বপূর্ণ গণমাধ্যমও মোদি ব্রান্ড গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল। কিন্তু এবারের নির্বাচন দেখিয়েছে ব্রান্ড মোদি এবার তার ঔজ্জ্বল্য হারিয়েছে। প্রমাণ হয়েছে, সমর্থকরা তাকে যতটা অজেয় ভেবেছিল মোদি ঠিক ততটা নন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও