![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-01%252F65e780a4-980b-4804-b116-7fad43bf7abb%252FOpposition.png%3Frect%3D38%252C0%252C527%252C351%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসছে আজ
জাতীয় সংসদের বাজেট অধিবেশন আজ বুধবার থেকে শুরু হচ্ছে। এটি চলতি দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় ও প্রথম বাজেট অধিবেশন। আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪–২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
আজ বিকেল পাঁচটায় সংসদ অধিবেশন শুরু হবে। বৈঠকের আগে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে ঠিক হবে, এবারের অধিবেশন কত দিন চলবে। সাধারণত বাজেট অধিবেশন দীর্ঘ হয়। এই অধিবেশনে চলতি অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনা শেষে তা পাস করা হবে। এরপর অধিবেশনজুড়ে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা করবেন সংসদ সদস্যরা। ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে।
- ট্যাগ:
- রাজনীতি
- বাজেট অধিবেশন
- জাতীয় বাজেট