শীর্ষ দূষণের শহর ঢাকা বসবাসেরও অযোগ্য
কয়েক বছর ধরে বায়ুদূষণে বিশ্বের শীর্ষ অবস্থানে বারবার উঠে আসছে ঢাকার নাম। শব্দদূষণেও রয়েছে শীর্ষে। বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায়ও ঢাকার অবস্থান তলানিতে। এর সঙ্গে যোগ হয়েছে তীব্র তাপপ্রবাহ। কেন রাজধানী শহরের অবস্থান এত রুগণ হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন।
ঢাকা বিশ্বের সর্বাপেক্ষা জনবহুল শহরগুলোর একটি। ৩০৬ বর্গকিলোমিটার আয়তনের এ শহরে দুই কোটির বেশি মানুষের বাস। ফলে অপরিকল্পিভাবে বাড়ছে নগরায়ন। আশঙ্কাজনক হারে কমছে ঢাকার সবুজ, ফাঁকা জায়গা।
প্রতি বছর বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করে যুক্তরাজ্যের প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্টের সহযোগী গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টিলিজেন্স ইউনিট (ইআইইউ)। গত বছর জুনে ইআইইউ প্রকাশিত বিশ্বের বসবাসযোগ্য ১৭৩টি শহরের তালিকায় টানা দ্বিতীয় বছরের মতো ১৬৬তম অবস্থানে ঢাকা। অর্থাৎ, বসবাস অযোগ্য শহরের তালিকায় সপ্তম অবস্থানে। স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি, পরিবেশ, শিক্ষা ও অবকাঠামো— এই পাঁচ সূচকের ওপর ভিত্তি করে বাসযোগ্য শহরের তালিকা তৈরি করে ইআইইউ।