হিন্দি সিনেমার গালে টোল পরা নায়িকা প্রীতি জিনতাকে ফের সিনেমার পর্দায় দেখার দিন এগিয়ে আসছে।
এই নায়িকাকে আগামীতে দেখা যাবে ‘লাহোর ১৯৪৭’ নামের একটি সিনেমায়। ইতোমধ্যে শুটিংও শেষ করেছেন তিনি।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, প্রীতিকে ফের দর্শকদেরে মধ্যে ফিরিয়ে আনার পেছনের মানুষটি হলেন তারকা অভিনেতা আমির খান।