৯০ দশকের কিংবদন্তি অভিনেত্রীদের সম্মানে যেভাবে সেজেছিলেন স্নিগ্ধা

প্রথম আলো প্রকাশিত: ৩১ মে ২০২৪, ২০:৩০

‘মেরিল প্রথম আলো পুরস্কার ২০২৩’-এর আসরে নিজের নামের মতো সাজপোশাকেও স্নিগ্ধতা ছড়িয়েছেন মডেল স্নিগ্ধা চৌধুরী। সব রকম চাকচিক্য বাদ দিয়ে পরেছিলেন খুব হালকা শিফন কাপড়ে তৈরি একটি শাড়ি। তাতে ছিল না কোনো ঝলমলে জরি-পুঁতি বা পাথরের কারুকাজ। সাদা আর কালো ছাড়া তেমন কোনো রংও পোশাকে ছিল না। সাধারণ মনোক্রোমাটিক সাজেই সবার নজর কেড়েছেন স্নিগ্ধা। তবে সবচেয়ে বেশি যেটা কেড়েছেন, সেটা হচ্ছে উপস্থিত সবার মন। পোশাকে তুলে ধরেছেন পুরোনো দিনের আবহ।



স্নিগ্ধা যেন একা আসেননি। তাঁর সঙ্গে ছিলেন ৮০ ও ৯০ দশকের বড় ও ছোট পর্দার জনপ্রিয় তিন চেহারা—শাবানা, ববিতা ও সুবর্ণা মুস্তাফা। তাঁদের সম্মানেই স্নিগ্ধার জন্য এক রাতের মধ্যে শাড়িটি তৈরি করেছে স্ট্রাইড। পিঠখোলা ও হাতাকাটা ব্লাউজের পেছনে ছিল বো-ফিতা। ভাঁজ করে পরা আঁচল ছিল সম্পূর্ণ সাদা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও