![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-03%252F7571fa21-36c0-4d76-821b-042bebe17a35%252Fimage__26_.jpg%3Frect%3D98%252C0%252C1284%252C856%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.8)
বাবরদের রমিজের পরামর্শ, ‘স্ট্রাইক রেট ফোবিয়া থেকে বেরিয়ে এসো’
প্রথম আলো
প্রকাশিত: ৩১ মে ২০২৪, ২০:০১
বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক দিন বাকি। এর আগেও সঠিক সমন্বয় খুঁজে বেড়াচ্ছে পাকিস্তান দল। শুধু তাই নয়, বিশ্বকাপের আগে পাকিস্তানের ব্যাটসম্যানদের ঘিরে সবচেয়ে বেশি কথা হয়েছে তাঁদের কম স্ট্রাইক রেট নিয়ে। বিশেষ করে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের বেলায়।
পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান রমিজ রাজা এবারের বিশ্বকাপে পাকিস্তান দলের কৌশল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বাবরদের প্রতি তাঁর পরামর্শ—স্ট্রাইক রেটে এত বেশি গুরুত্ব না দিয়ে আরও ভারসাম্যময় মনোভাব দেখাতে বলেছেন।
- ট্যাগ:
- খেলা
- পরামর্শ
- স্ট্রাইক রেট