‘ময়দান’ ছবিতে কোচ রহিম সাহেবের ভূমিকায় দর্শকদের মাঝে নজর কেড়েছিলেন অজয় দেবগন। এবার আরও এক স্পোর্টস ড্রামায় দেখা যাবে এ অভিনেতাকে।
তবে এবার ফুটবলের ময়দান থেকে বাইশ গজ বিষয়ক ছবিতে থাকছেন তিনি। অজয়কে দেখা যাবে দেশের প্রথম দলিত ক্রিকেটার পালওয়াঙ্কার বালুর ভূমিকায়।