কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যালেঞ্জ: কীভাবে নিজেকে তৈরি করবেন
টাইম ম্যাগাজিন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে একটি বিশেষ সংখ্যা প্রকাশ করেছে। ‘কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনার নতুন যুগ’ শীর্ষক এ বিশেষ সংখ্যার সন্নিবেশিত লেখাগুলোর ওপর ভিত্তি করে প্রথম আলোর জন্য ধারাবাহিকভাবে লিখছেন ইশতিয়াক মান্নান। মূল লেখার সারাংশ, ভাষান্তর ও প্রাসঙ্গিক তথ্য-ব্যাখ্যা যুক্ত করেছেন তিনি। আজকের মূল লেখাটি লিখেছেন সিমোন শাহ ও লিন্ডা মার্সা। আগামী সপ্তাহের লেখা, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা: পাল্টে যাচ্ছে চিকিৎসাবিজ্ঞান।’
সামনের দিনগুলোতে কী হতে যাচ্ছে
মোটামুটি সবাই আমরা বুঝতে পারছি, এআই কোনো না কোনোভাবে সামনের দিনগুলোতে বিপণন কর্মকর্তা থেকে শুরু করে সফটওয়্যার ডেভেলপার কিংবা আইনজীবী—প্রায় সব পেশারই কাজের সনাতন ধারাকে বদলে দেবে। ঠিক কীভাবে, কেমন করে বদলাবে, সে ব্যাপারে পরিষ্কার ধারণা করা যাচ্ছে না বলে আমাদের অস্বস্তিটা বেশ গভীর।