![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2024May/mask-20240531080327.jpg)
এবার সুপার কম্পিউটার তৈরির প্রস্তুতি নিচ্ছেন ইলন মাক্স
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ৩১ মে ২০২৪, ১৫:৪৬
সম্প্রতি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) কিছু ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করেছেন তেসলা ও স্পেস-এক্সের মতো সংস্থার মালিক ইলন মাস্ক। দ্য ইনফরমেশনের একটি রিপোর্ট অনুসারে, মাস্ক বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেছেন যে, এক্সএআই একটি সুপার কম্পিউটার তৈরি করার প্রস্তুতি নিচ্ছে। ভবিষ্যতে এই সুপার কম্পিউটারটি এআই চ্যাটবট ও গ্রোকের সঙ্গে আরও শক্তিশালীভাবে কাজ করবে। আশা করা যাচ্ছে, ২০২৫ সাল শুরুর পরই এই সুপার কম্পিউটারটিকে বাণিজ্যিকভাবে লঞ্চ করা হবে।
মাস্ক আরও উল্লেখ করেছেন যে, এই সুপার কম্পিউটার তৈরি করার জন্য ওরাকলের সঙ্গে একটি চুক্তি করেছে এক্সএআই।
রিপোর্ট অনুযায়ী, এই সুপার কম্পিউটারটি এনভিডিয়ার এইচ ১০০ গ্রাফিক্স প্রসেসিং ইউনিটের ইন্টার কানেক্টেড গ্রুপগুলো নিয়ে গঠিত হবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- সুপার কম্পিউটার