বাসায় কার্যালয়, ‘ইচ্ছেমতো’ চলেন মেয়র

প্রথম আলো বিশ্বনাথ প্রকাশিত: ৩০ মে ২০২৪, ১৭:৫৭

সিলেটের বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানের বিরুদ্ধে কাউন্সিলরদের মতামত উপেক্ষা করে নিজের ইচ্ছেমতো পৌরসভাকে পরিচালনার অভিযোগ উঠেছে। মতের বিরুদ্ধে গেলেই তিনি গালাগাল, অশালীন মন্তব্য ও হয়রানি-নিপীড়ন করেন। ক্ষমতার দাপটে নিজের বাসাতেই পৌরসভার অস্থায়ী কার্যালয় বানিয়েছেন। এর বাইরে তাঁর বিরুদ্ধে রয়েছে অনিয়ম-দুর্নীতির নানা অভিযোগ।


২০১৯ সালে প্রতিষ্ঠিত বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২২ সালের ২ নভেম্বর। সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন মুহিবুর। এরপর থেকেই তাঁর দাপটে কেউ টিকতে পারছেন না বলে অভিযোগ উঠেছে।


গত ১৬ এপ্রিল পৌরসভার সাত কাউন্সিলর মেয়র মুহিবুরের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে ধরে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে অনাস্থা প্রস্তাব দেন। এর আগের দিন সিলেট বিভাগীয় কমিশনারের কাছেও অনাস্থা প্রস্তাব দেন তাঁরা। এ ব্যাপারে বিভাগীয় কমিশনানের কার্যালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


মুহিবুর রহমান আওয়ামী লীগের রাজনীতি করলেও তাঁর দলীয় পদ নেই। মেয়র হওয়ার আগে তিনি দুবার উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও