কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনসের যে ফ্ল্যাটে বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যা করা হয়েছিল, সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাংক ভেঙে কয়েক টুকরা মাংস উদ্ধার করেছে কলকাতা পুলিশ। আজ বুধবার মাংসের টুকরোগুলো ল্যাবরেটরিতে পাঠানো হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।
সূত্র জানায়, মাংস টুকরোগুলো আসলে মানুশের কি না তা টেস্ট করা হবে। যদি মানুষের হয় তাহলে ডিএনএ টেস্টের জন্য পাঠানো হবে। ইতিমধ্যে আনোয়ারুল আজীমের মেয়েকে কলকাতায় ডেকে পাঠিয়েছে ডিবি।