![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/640x0x1/uploads/media/2024/05/28/2ed632c5500bc4fe8dca3be84f5148ef-6655bb6c57b7a.jpg)
গ্ল্যামারের বাইরে কী আছে তাঁদের
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৮ মে ২০২৪, ২১:০৬
বিশ্বের খ্যাতিমান এমন অনেক তারকা আছেন যাঁদের একনামে সবাই চেনে। আবার পড়াশোনা ও বুদ্ধির দিক দিয়েও তাঁদের নাগাল পাওয়া কঠিন। কেউ ছিলেন স্কুলের সেরা শিক্ষার্থী, একসঙ্গে আয়ত্ত করেছেন বেশ কয়েকটি ভাষা। কেউ আবার বইপোকা, সিনেমা করার আগেও একটু পড়াশোনা করে তবেই কাজটা করতে চেয়েছেন। কারও আবার ঝটপট শিখতে পারার ক্ষমতা অসীম।
এককথায় যে রাঁধে, সে চুলও বাঁধে। জেনে নিন আন্তর্জাতিক অঙ্গনের এমনই ৫ জন তারকার কথা।
- ট্যাগ:
- লাইফ
- তারকা
- গ্ল্যামার
- খ্যাতিমান ব্যাক্তি