![](https://media.priyo.com/img/500x/https://cdn.bdnews24.com/bdnews24/media/bangla/imgAll/2024May/howto-ms-word-landscape-microsoftcommunity-270524-01-1716876109.jpg)
মাইক্রোসফট ওয়ার্ডের একটি পৃষ্ঠা ‘ল্যান্ডস্কেপ’ করবেন যেভাবে
ডিফল্টভাবে মাইক্রোসফট ওয়ার্ডের পৃষ্ঠাগুলো পোর্টেইট মোডে দেখা যায়। এটিই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়। তবে, অনেকের কাছে এমন কিছু নথি বা লেখা থাকতে পারে যার জন্য ল্যান্ডস্কেপ ভিউ উপযুক্ত।
চলুন দেখে নেওয়া যাক কীভাবে এমএস ওয়ার্ডের একটি পেইজ ল্যান্ডস্কেপ ভিউতে নিয়ে যাবেন।
পেইজ ব্রেক ফিচার ব্যবহার করে
সেকশন বা পেইজ ব্রেক ব্যবহার করেই ডকুমেন্টের কয়েকটি পেইজের কাঠামো ভিন্ন রাখতে পারেন। ল্যান্ডস্কেপ ভিউতে নিতেও কাজে লাগবে এ পদ্ধতি। তবে, একটি ডকুমেন্টে পৃষ্ঠাগুলোর অবস্থানের ওপর ভিত্তি করে এ পদ্ধতি কছুটা বদলায়।
শুরু করার আগে, যদি কেউ সফটওয়্যারের সেটিং পরিবর্তন না করে থাকেন, তবে সেকশন ব্রেকগুলো অদৃশ্য থাকতে পারে, এবং এগুলো কোথায় যোগ করেছেন সেটি ভুলে গেলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। এগুলো দৃশ্যমান করার জন্য হোম ট্যাবের, প্যারগ্রাফ অপশনের ‘ভিউ/হাইড’ (¶) আইকনে ক্লিক করুন।
প্রথম পৃষ্ঠা ল্যান্ডস্কেপ করার জন্য, পৃষ্ঠার একদম শেষে মাউসের কার্সর রাখুন। লেআউট ট্যাব থেকে ‘ব্রেকস’ অপশনে ক্লিক করুন এবং নেক্সট পেইজ অপশনে যান। এটি ডকুমেন্টে সেকশন ব্রেক যোগ করবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- মাইক্রোসফট ওয়ার্ড
- পেজ