একটুখানি বৃষ্টি হলেই তলিয়ে যায় ঢাকা

জাগো নিউজ ২৪ ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ২৮ মে ২০২৪, ১১:৩১

ভোরে কালো মেঘ ঘনিয়ে এলো ঝুম বৃষ্টি। ৯টায় ঢুকতে হবে অফিসে। প্রস্তুত হয়ে সকাল পৌনে আটটায় বাইরে বেরিয়ে দেখা গেলো গলির সড়কে হাঁটুপানি। রিকশা না পেয়ে প্যান্ট গুটিয়ে কোনোরকম গাড়ি পর্যন্ত পৌঁছে দেখা গেলো মূল সড়কেও পানি। গাড়িতে উঠতেও ডোবাতে হবে পা।


সকালে মাত্র টানা ঘণ্টা দেড়েকের বৃষ্টি হলেই এ অবস্থার সম্মুখীন হতে হয় রাজধানী ঢাকার অধিকাংশ মানুষের। একটি বেসরকারি অফিসের কর্মকর্তা জামিল জাহিদ বলেন, ঢাকায় একটু বৃষ্টি হলেই সড়কে পানি জমে যায়। ঢাকায় আছি ২০ বছর। কোনো পরিবর্তন নেই। প্রতি বছর শুধু আশ্বাস শুনি। কাজ হয় না। অফিসে যেতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয়।


‘আজ ঘূর্ণিঝড়ের প্রভাবে যে বৃষ্টি হচ্ছে তাতেও সড়কে পানি জমে গেছে। বাহন পাওয়া যায় না। পোশাক-আশাক ভিজে যায়। তিনগুণ রিকশা ভাড়া দিয়ে অফিসে যাচ্ছি।’


সোমবার (২৭ মে) ঘূর্ণিঝড় রিমালের বৃষ্টিতেও শহরের বিভিন্ন সড়কে পানি জমে যেতে দেখা যায়। বেলা গড়াতে বৃষ্টি বাড়ার পাশাপাশি সড়কে বাড়ে পানি। ভোগান্তিতে পড়েন সব শ্রেণির মানুষ। এদিনও মিরপুর, শান্তিনগর, বাড্ডা, নিউমার্কেটসহ রাজধানীর বিভিন্ন এলাকায় পানি জমে ভোগান্তির সৃষ্টি হতে দেখা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও