রুমমেটকে ‘হত্যাচেষ্টার’ মামলায় কারাগারে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালাল ভোট করতে পারবেন কি না, সেই প্রশ্ন উঠেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন বলেছেন, জালালের গ্রেপ্তার হওয়ার বিষয়ে তারা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না। সে কারণে কোনো সিদ্ধান্তও তারা নেননি।
টেলিভিশন অ্যান্ড ফিল্ম বিভাগের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী জালাল হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। মঙ্গলবার মধ্যরাতে তিনি রুমমেট মো. রবিউল হককে মারধর ও ভাঙা টিউব লাইট দিয়ে আঘাত করে রক্তাক্ত করেন বলে অভিযোগ ওঠে।