ছক্কা মারতে বোলার দেখি না, বল দেখি: রিশাদ আহমেদ
প্রথম আলো
প্রকাশিত: ২৭ মে ২০২৪, ১৭:০৬
ক্যারিয়ারটা এখনো বেশ ছোটই রিশাদ আহমেদের, এবারই প্রথম খেলতে যাচ্ছেন বিশ্বকাপ। রিশাদকে ঘিরে বাংলাদেশের রোমাঞ্চের কারণ—তিনি লেগ স্পিনার। বাংলাদেশে যা একরকম দুর্লভ প্রজাতিই। এর আগে কখনো বিশ্বকাপে স্বীকৃত বা বিশেষজ্ঞ কোনো লেগ স্পিনার খেলেননি বাংলাদেশের হয়ে।
রিশাদ এরই মধ্যে তাঁর আরেকটি সামর্থ্যও দেখিয়েছেন—বড় শট খেলা। শ্রীলঙ্কার বিপক্ষে গত মার্চে ৭ ছক্কায় খেলেছিলেন ৩০ বলে ৫৩ রানের ইনিংস। বাংলাদেশের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড সেটিই। এবার সেই রিশাদ জানালেন ছক্কা মারার ক্ষেত্রে তাঁর মনোভাবের কথা।