অনুষ্ঠান প্রযোজনার নামে টাকা আত্মসাৎ করেন বিটিভির কর্মকর্তা, অভিযোগ শিল্পীদের
প্রথম আলো
প্রকাশিত: ২৭ মে ২০২৪, ১৫:১৬
বাংলাদেশ টেলিভিশনের ঢাকা কেন্দ্রের ঊর্ধ্বতন এক কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎ, নিয়মবহির্ভূতভাবে পদে থাকার মতো বেশ কিছু অভিযোগ তুলেছেন বিটিভিরই ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাংশ। ওই কর্মকর্তার বিরুদ্ধে ২১ কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগের অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে নিয়মবহির্ভূতভাবে তিনি চলতি দায়িত্বে পদ আটকে রেখেছেন বলে অভিযোগ আছে।
দুর্নীতি, অনিয়ম ও বিধিভঙ্গের অভিযোগ ওঠা এই কর্মকর্তা বিটিভি ঢাকা কেন্দ্রের চলতি দায়িত্বপ্রাপ্ত মহাব্যবস্থাপক (জিএম) মাহফুজা আক্তার। এসব অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।