নীলফামারীর ডিমলায় হঠাৎ বন্ধ বয়স্ক ভাতা, বিপাকে প্রবীণেরা
নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের পুর্নারঝাড় গ্রামের বাসিন্দা হামিদুল ইসলাম পাঁচ বছর ধরে বয়স্ক ভাতা পাচ্ছিলেন। ছয় মাস আগে হঠাৎ করেই তাঁর ভাতা আসা বন্ধ হয়ে যায়। পরে সমাজসেবা কার্যালয়ে কয়েকবার ধরনা দিয়ে জানতে পারেন, ভাতাভোগীদের তালিকায় তাঁকে মৃত দেখানো হয়েছে। তাই তাঁর ভাতার কার্ড বাতিল হয়ে গেছে। তাঁকে কীভাবে মৃত দেখানো হলো, কারা এমনটি করল, এর কিছুই জানেন না তিনি।
শুধু হামিদুল নন, তাঁর মতো উপজেলার অনেক জীবিত ভাতাভোগী এখন কাগজে কলমে মৃত হওয়ায় ভাতা পাচ্ছেন না। ভুক্তভোগীদের অভিযোগ, তাঁদের মৃত দেখিয়ে কার্ড বাতিল করেছে সমাজসেবা কার্যালয়। অনেক ভাতাভোগীর ফোন নম্বর গোপনে পরিবর্তন করে ভাতাবঞ্চিত করা হয়েছে। এসব বিষয়ে অভিযোগ জানালে হয়রানি ও অসদাচরণ করেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, ডিমলায় ভাতাভোগীর সংখ্যা ২৬ হাজার ২৩০। এর মধ্যে ১২ হাজার ১৮৫ জন বয়স্ক, ৬ হাজার ৪৭ জন প্রতিবন্ধী এবং ৭ হাজার ৮৯৮ জন বিধবা ভাতাধারী।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বিপাকে
- বন্ধ
- বয়স্ক ভাতা