মেটার রেব্যান স্মার্ট রোদচশমা দিয়ে সরাসরি ইনস্টাগ্রাম স্টোরি দেওয়া যাবে
প্রথম আলো
প্রকাশিত: ২৫ মে ২০২৪, ২০:৫০
মেটার রেব্যান স্মার্ট রোদচশমা ব্যবহার করে এখন সরাসরি ইনস্টাগ্রাম স্টোরি প্রকাশ করা যাবে। গত বুধবার এক ঘোষণায় মেটার রেব্যান থেকে সরাসরি বেশ কিছু ‘হ্যান্ড ফ্রি’ সুবিধা যোগ করার কথা জানিয়েছে মেটা। ইনস্টাগ্রামের নতুন এ সুবিধা চালু হলে ফোন ব্যবহার না করেই এআই রেব্যান চশমা থেকে ইনস্টাগ্রামে স্টোরি দেওয়া যাবে।
নতুন সুবিধাটি পেতে প্রথমে রেব্যান দিয়ে ছবি তুলতে হবে। এরপর ‘হেই মেটা, শেয়ার মাই লাস্ট ফটো টু ইনস্টাগ্রাম’ এই কথা বলে নির্দেশ দিতে হবে। এ ছাড়া ‘হেই মেটা, পোস্ট আ ফটো টু ইনস্টাগ্রাম’—নির্দেশও দেওয়া যাবে। নির্দেশ দেওয়ার পর মেটার রেব্যান থেকে সরাসরি ইনস্টাগ্রামে স্টোরি প্রকাশিত হয়ে যাবে।