জেনারেল আজিজের ওপর নিষেধাজ্ঞা ও তারপর

জাগো নিউজ ২৪ সৈয়দ ইশতিয়াক রেজা প্রকাশিত: ২৫ মে ২০২৪, ১৭:৫৮

গত ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের আগে স্যাংশন কথাটি ব্যাপক আলোচনায় ছিল। আমেরিকা স্যাংশন দিচ্ছে ব্যক্তিকে, প্রতিষ্ঠানকে এমনকি দেশকেও – এমন একটি আলাপ বেশ জোরালোভাবেই ছিল বিরোধী শিবিরে।
বিএনপি ও তার মিত্রদের মধ্যে ব্যাপক উল্লাস ছিল, তাদের নেতারা, বুদ্ধিজীবীরা মানুষের নাম ধরে ধরে তালিকা প্রকাশ করছিল। এরা এতই বাড়াবাড়ি করছিল যে এটা এক পর্যায়ে হাস্যরসে পরিণত হয়। নির্বাচনের পাঁচ মাসের মাথায় এসে এই স্যাংশন কথাটি যেন ফিরে এলো।


আমরা জানি দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস আইনের ৭০৩১ (সি) ধারার আওতায় এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর। নিষেধাজ্ঞার ফলে জেনারেল আজিজ ও তাঁর পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য বলে বিবেচিত হবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও