পাকিস্তানে ফের সাংবাদিক হত্যা, সেনাবাহিনীর দিকে অভিযোগের তীর
পাকিস্তানের দক্ষিণাঞ্চলে সিন্ধু প্রদেশে একজন সাংবাদিককে চলতি সপ্তাহের শুরুতে গুলি করা হয়। কয়েকদিন সঙ্কটজনক অবস্থায় থাকার পর শুক্রবার তিনি মারা গেছেন। এ নিয়ে চলতি বছর দেশটিতে পাঁচজন গণমাধ্যমকর্মীকে হত্যা করা হলো বলে জানা গেছে।
চিকিৎসক ও কর্মকর্তারা সাংবাদিক নাসরুল্লাহ গাদানির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মঙ্গলবার সিন্ধু জেলার প্রত্যন্ত অঞ্চলে অজ্ঞাত পরিচয় আততায়ীদের গুলিতে আহত হওয়ার পর তার চিকিৎসা চলছিল প্রাদেশিক রাজধানী করাচির এক হাসপাতালে। এই হামলার দায় কেউ স্বীকার করেনি।
নিহত সাংবাদিকের সহকর্মীরা বলেছেন, তার প্রতিবেদনে দরিদ্র সিন্ধু প্রদেশে প্লেগের মতো ছড়িয়ে পড়া নাগরিক সমস্যাগুলির ওপর অব্যাহতভাবে আলোকপাত করতেন। এই অঞ্চলের ক্ষমতাশালী সামন্ত প্রভুদেরও সমালোচনা করতেন গাদানি। এই কারণে পুলিশ তাকে বারবার আটক করেছে। পাকিস্তানি সাংবাদিক হামিদ মির তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এমনটাই উল্লেখ করেছেন।