![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2024/05/23/72ff3e0fc7f3c4440de6962e41d3c89b-664e9bcde5735.jpg)
বিশ্বের বৃহত্তম বিমানবন্দর তৈরি হচ্ছে দুবাইয়ে
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৩ মে ২০২৪, ১১:৩৮
দুবাই একটি বিমানবন্দর টার্মিনাল নির্মাণের জন্য ৩৫ বিলিয়ন ডলার ব্যয়ের ঘোষণা দিয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, নির্মাণ শেষে এটি হবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর।
নতুন টার্মিনালটি বর্তমান দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের চেয়ে পাঁচ গুণ বড় হবে। প্রতিবছর ২ কোটি ৬০ লাখ যাত্রী ব্যবহার করবে এ বিমানবন্দর।
আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর নামে এর নির্মাণকাজ শেষ হলে এটি হবে দেশটির ফ্ল্যাগশিপ ক্যারিয়ার এমিরেটসের নতুন ঠিকানা। এখানে তৈরি হবে ৫টি রানওয়ে এবং ৪০০টি বিমানগেট। ২০১০ সালে এই বিমানবন্দরের নির্মাণকাজ শুরু হয়।
- ট্যাগ:
- লাইফ
- বিমানবন্দর
- নির্মাণ কাজ