![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-05%252F93154235-d7ec-4595-9e4d-1b1f0f30c33a%252F2b809ee0_dd0a_4129_8f19_3379a5bf0c6b.webp%3Frect%3D16%252C0%252C770%252C513%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
রোহিত কি মুম্বাইয়ের হয়ে শেষ ম্যাচটি খেলে ফেললেন
প্রথম আলো
প্রকাশিত: ১৮ মে ২০২৪, ১৫:৫৭
আপাতত সবই গুঞ্জন। তবে পরিস্থিতি যেদিকে মোড় নিয়েছে, তাতে দুইয়ে দুইয়ে অনেকেই চার মিলিয়ে ফেলেছেন। ক্রিকেট–বিশ্লেষক থেকে সাধারণ সমর্থকেরা অনেকেই মনে করেন, রোহিত শর্মা ও মুম্বাই ইন্ডিয়ানসের পথচলা এবারই শেষ।
গতকাল লক্ষ্ণৌর বিপক্ষে এবার আইপিএলে নিজেদের শেষ ম্যাচটি খেলেছে মুম্বাই। অনেকে মনে করছেন, রোহিতের জন্যও মুম্বাইয়ের হয়ে এটাই ছিল শেষ ম্যাচ। সম্ভবত এমন ভাবনা মুম্বাইয়ের সমর্থকেরাও ভাবছেন। কে জানে, সে জন্যই হয়তো রোহিত গতকাল ৬৮ রানে আউট হয়ে ফেরার পথে ওয়াংখেড়ের গ্যালারি উঠে দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানিয়েছে!