ভিকারুননিসা, মনিপুরের মতো নামী স্কুলও ফলাফলে পিছিয়ে
প্রথম আলো
প্রকাশিত: ১৭ মে ২০২৪, ১১:০১
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল ২ হাজার ১৯৫ ছাত্রী। তাদের মধ্যে ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫২৮ জন; যা ৭০ শতাংশের কিছু বেশি। গতবারের চেয়ে সংখ্যায় ও শতাংশের হিসাবে তা বেশ কম। গতবার এই বিদ্যালয় থেকে ১ হাজার ৬৫৯ জন জিপিএ-৫ পেয়েছিল। শুধু জিপিএ-৫ নয়, পাসের হারও গতবার এবং করোনার আগের দুই বছরের চেয়ে এবার কম।
গত মঙ্গলবার দুপুরে রাজধানীর বেইলি রোডে বিদ্যালয়ের মূল ক্যাম্পাসে গিয়ে কথা হয় শিক্ষাপ্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরীর সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, এবার ফল তুলনামূলক খারাপ হয়েছে। তাঁর দাবি, অনেক ছাত্রী ঠিকমতো ক্লাসে আসতে চায় না, অনেকের আবার মুঠোফোনে আসক্তি আছে। ৮৫ শতাংশের উপস্থিতির ভিত্তিতে পরীক্ষা দেওয়ার নিয়ম থাকলেও নানা কারণে ছাড় দিতে হয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস, ২ সপ্তাহ আগে