গর্ভকালে কেমন হবে ত্বকের যত্ন
গর্ভাবস্থায় ত্বকে এক অন্য রকম লাবণ্য ফুটে ওঠে। যাকে সহজ ভাষায় ‘প্রেগন্যান্সি গ্লো’ বলা হয়। আবার অনেকের ক্ষেত্রে ব্যাপারটা হয় একেবারে ভিন্ন।
স্বাভাবিক সময়ের চেয়ে র্যাশ, ব্রণ ও চুলকানির প্রবণতা বেড়ে যায়; বিশেষ করে গর্ভাবস্থার প্রথম কয়েক মাস হরমোনের তারতম্য হয় বলে ত্বকের সমস্যা বেশি থাকে। আবার ইস্ট্রোজেন হরমোনের পারদ ওপরের দিকে ওঠার কারণে ত্বকে মেলানিন বেশি উৎপন্ন হয়। ফলে শরীরের বিভিন্ন অংশে হাইপারপিগমেন্টেশনের সমস্যা বাড়ে। প্রায় ৭০ শতাংশ নারী গর্ভাবস্থায় এ ধরনের সমস্যায় ভোগেন। প্রথমেই জেনে রাখা ভালো, গর্ভাবস্থায় সবই স্বাভাবিক। সন্তান প্রসবের পর নিজে থেকেই এসব সমস্যা কমে যায়। তবে চুলকানি ও দাগের সমস্যা বেশি থাকলে কিছু বাড়তি যত্ন নিতে হয়।
নারীর জীবনে গুরুত্বপূর্ণ সময় গর্ভকাল। এ সময় ত্বকে নানা ধরনের পরিবর্তন ঘটে। হারমনি স্পার স্বত্বাধিকারী ও লাইফস্টাইল এক্সপার্ট রূপবিশেষজ্ঞ রহিমা সুলতানা রীতা জানিয়েছেন, গর্ভকালে ত্বকের কোন ধরনের সমস্যা হতে পারে এবং এর সমাধান কী।
- ট্যাগ:
- লাইফ
- ত্বকের যত্ন
- গর্ভাবস্থা