You have reached your daily news limit

Please log in to continue


কাজি জিজ্ঞেস করার আগেই তিনবার কবুল বলে ফেলছি: শামস

হালের জনপ্রিয় পেশা কনটেন্ট ক্রিয়েটর। আর যাঁরা সফল তাঁদের প্রত্যেকের মধ্যেই আছে না পাওয়ার গল্প। কেউ হয়তো পড়াশোনা করেও মনমতো কাজ পাননি। কেউ দারিদ্র্য থেকে, কেউ আবার নিতান্তই শখের বসে। কিন্তু তাঁরা সবাই সফল। অর্থ থেকে যশখ্যাতি সবকিছুতেই নিজেদের ছাড়িয়ে গেছেন অনেক আগে। তেমনই একজন শামস আফরোজ চৌধুরী। যিনি সবার কাছে থটস অব শামস নামেই পরিচিত। তাঁর বানানো ভিডিওগুলো ভাইরাল হয় ফেসবুক-ইউটিউবে। সেসব মজার ভিডিওতে শেয়ার–মন্তব্যের ছড়াছড়ি।

সম্প্রতি দৈনিক যায়যায়দিনের ডিজিটাল মাধ্যমে একটি ভিডিও সাক্ষাৎকার দেন তিনি। সাক্ষাৎকারে নিজের বিয়ের গল্প এবং ক্যারিয়ার নিয়ে অনেক কথা মজাচ্ছলে উপস্থাপন করেছিলেন শামস।

সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল পরিচিতি পাওয়া এই কনটেন্ট ক্রিয়েটর বলেন, ‘আমার পরিবার খুবই ছোট। আমি, মা-বাবা আর হাজব্যান্ড। আমি পরিবারকে ফোকাস করেই আসলে আমার কনটেন্ট বানানো শুরু করি। আমি আমার কমফোর্ট জোনে থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি। আগেও আমি আমার স্মার্টফোনে ভিডিও করে সেটা আমার বাসার সবাইকে দেখাতাম। আমার মা-বাবা দেখত। বিয়ের পর আমি দেখাতাম হাজব্যান্ডকে। ওরা খুবই মজা পেত। কিন্তু আমি কখনোই সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়িনি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন