এসএসসির ফলাফলে শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১২ মে ২০২৪, ১৩:২৯
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ডে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ। ফলাফল পেয়েই বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছেন শিক্ষার্থীরা।
রোববার (১২ মে) ফল প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও ল্যবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এলাকা ঘুরে শিক্ষার্থীদের উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
দেখা যায়, স্কুলের ভেতরে ও বাইরের রাস্তায় শিক্ষার্থীরা একে-অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন। কেউ আনন্দের এই মুহূর্ত স্মরণীয় করে রাখতে তুলছেন সেলফি। শিক্ষার্থীদের পাশাপাশি আনন্দ ভাগাভাগি করতে উপস্থিত হয়েছেন অভিভাবকরাও। আবেগাপ্লুত হয়ে কান্না করতেও দেখা যাচ্ছে অনেককে।