এসএসসির ফলাফলে শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১২ মে ২০২৪, ১৩:২৯

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ডে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ। ফলাফল পেয়েই বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছেন শিক্ষার্থীরা।


রোববার (১২ মে) ফল প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও ল্যবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এলাকা ঘুরে শিক্ষার্থীদের উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।


দেখা যায়, স্কুলের ভেতরে ও বাইরের রাস্তায় শিক্ষার্থীরা একে-অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন। কেউ আনন্দের এই মুহূর্ত স্মরণীয় করে রাখতে তুলছেন সেলফি। শিক্ষার্থীদের পাশাপাশি আনন্দ ভাগাভাগি করতে উপস্থিত হয়েছেন অভিভাবকরাও। আবেগাপ্লুত হয়ে কান্না করতেও দেখা যাচ্ছে অনেককে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও