You have reached your daily news limit

Please log in to continue


মায়ের মন খুশিতে ভরিয়ে দিতে বাড়িতে করুন এই ৭ কাজ

‘মা’ এই ছোট্ট শব্দটার মধ্যে লুকিয়ে আছে পৃথিবীর সমস্ত আবেগ, অনুভূতি, ভালোলাগা-ভালোবাসা। মা ছাড়া এই পুরো পৃথিবী অর্থহীন। এই জগতে মা হলো এমন একজন, যিনি জন্মের পর থেকে সন্তানের জন্য কোনো স্বার্থ ছাড়াই সব করে যান। হাজারো দুঃখ-কষ্টকে উপেক্ষা করে সন্তানকে ভালো রাখতে, তার মুখে হাসি ফোটাতে সেরাটুকু সন্তানের জন্য বাছাইয়ের চেষ্টা করেন মা।

মায়ের আশীর্বাদ প্রতিটি সন্তানের সঙ্গে সবসময় থাকে এবং সেই আশীর্বাদই সন্তানকে সঙ্কটের মোকাবিলা করতে জীবনে সফল হতে সাহায্য করে। একজন মা তার সন্তানের জন্য যে ত্যাগ স্বীকার করেন সেই ঋণ কখনোই শোধ করা সম্ভব নয়। তবে মাতৃ দিবসে মায়ের বিশেষ ও সেরা আয়োজন তার মুখে হাসি ফোটাতে পারে।

সন্তানকে মানুষ করতে মায়ের অবদান এককথায় অপরিসীম। মায়েরা যেভাবে সন্তানের সুখের জন্য নিজের সবকিছু উৎসর্গ করেন সেই ঋণ কখনও সন্তানের পক্ষে পরিশোধ করা সম্ভব নয়। ‘মাদার্স ডে’ উপলক্ষ্যে মা’কে আরও ‘স্পেশাল’ ফিল করাতে সন্তানরা সবরকমভাবে চেষ্টা করেন। এই দিনটা কেবল মায়েদের জন্য। তাদের আত্মত্যাগের জন্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন