যুক্তরাষ্ট্রে পড়ার জন্য মনোয়ারের নির্ঘুম কেটেছে মাসের পর মাস

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১০ মে ২০২৪, ১৯:২৯

মোহতাসিম মনোয়ার পড়াশোনা করছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণিতে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্রাঙ্কলিন অ্যান্ড মার্শাল কলেজে স্নাতক প্রোগ্রামে স্কলারশিপ পেয়েছেন। পড়বেন কম্পিউটার সায়েন্স বিষয়ে। আগামী ২৪ আগস্ট থেকে তার ক্লাস শুরু হবে।


মনোয়ার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামের সন্তান। ছেলেবেলা থেকেই বেশ চঞ্চল ও কৌতূহলী। সাত বছর বয়সে তারা কুমিল্লা শহরে পাড়ি জমান। ৪র্থ শ্রেণি পর্যন্ত ওয়াইডব্লিউসিএ স্কুলে পড়াশোনার পর ভর্তি হন কুমিল্লা জিলা স্কুলে। সেই থেকে তার জীবনের বাঁক ঘুরতে শুরু করে। স্কুলের প্রধান শিক্ষক রাশেদা বেগম বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে তাকে উৎসাহিত করতেন। বিভিন্ন ড্রয়িং কম্পিটিশনে অংশগ্রহণ করে পুরস্কার পেতেন। স্কুলের চারুকলার সাইদুজ্জামান এবং চারুকলার গুরু কাজলও তাকে অনেক কিছু শিখিয়েছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও