আমের ফলন ১৫% কম হতে পারে, কারণ ৩টি
প্রথম আলো
প্রকাশিত: ০৬ মে ২০২৪, ১৫:১৫
ফেব্রুয়ারি মাসের শুরুতেই আমগাছে মুকুল দেখতে অভ্যস্ত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের আমচাষি ইসমাইল খান। কিন্তু তিনি এবার এর ব্যতিক্রম দেখলেন। মুকুল আসতে আসতে ফেব্রুয়ারির শেষ এমনকি কোনো কোনো স্থানে মার্চ মাসের প্রথম সপ্তাহ লেগে গেল। মুকুল না হয় দেরিতে এল। এরপরের ক্ষতিটা হলো মার্চের মাঝামাঝি সময়ে। টানা দুই দিনের বৃষ্টিতে বিলম্বিত মুকুলের অনেকগুলো পচে গেল। যেগুলো থাকল সেগুলো থেকে গুটি ধরা বাধাগ্রস্ত হলো এপ্রিলজুড়ে চলা তাপপ্রবাহে।
শুধু ইসমাইল নন, দেশের আম উৎপাদনের এক অতিপরিচিত এ এলাকার একাধিক চাষির সঙ্গে কথা বলে এমন অভিজ্ঞতার কথাই শোনা গেল।