‘যে ঘাম ঝরে, তার দাম পাই না’
প্রথম আলো
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৪, ১৭:৩৭
জিয়াউল হকের (৫০) মাথা গামছা দিয়ে মোড়ানো। গামছার ওপর খড়ের তৈরি বিড়া। মাথার ওপর একাই ইট সাজিয়ে নিয়ে ফেলছিলেন একটু দূরে। সকাল আটটা থেকে কাজ শুরু করেছেন। তপ্ত রোদে তাঁকে বিকেল পর্যন্ত কাজ করতে হবে। মজুরি পাবেন ৬০০ টাকা।
জিয়াউল হক বলেন, ‘প্রচণ্ড গরম। প্রচুর ঘাম ঝরে। ঘাম শুকিয়ে শরীরেই বসে যায়। রাতেও কম ঘুম হয়। মাথা ঝিম ঝিম করে। সারা দিন কাজ করে পাই ৬০০ টাকা। এই টাকায় খুব ভালোভাবে চলা যায় না। কাজে ঘাম ঝরে, তার দাম পাই না।’
- ট্যাগ:
- বাংলাদেশ
- দাম
- ঘাম
- অতিরিক্ত ঘাম