ব্যান্ডের ডিজিটাল অ্যালবাম বাড়ছে
প্রথম আলো
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৪, ১৫:০৪
ক্যাসেট ও সিডির দিন ফুরানোর পর ডিজিটাল যুগে খেই হারিয়েছিল ব্যান্ড সংগীত। টালমাটাল সময় পেরিয়ে আবারও গানে নিয়মিত হয়েছে দেশের শীর্ষ ব্যান্ডগুলো। গানে নিয়মিত হওয়ার পর ডিজিটাল অ্যালবামে ঝুঁকেছে শিরোনামহীন, দলছুটের মতো ব্যান্ড।
শিরোনামহীনের ‘বাতিঘর’, দলছুটের ‘সঞ্জীব’, আরবোভাইরাসের ‘রিপাবলিক অব আরবোভাইরাস’, ইন্দালোর ‘উত্তর খুঁজেছি দক্ষিণে’, জলের গানের ‘আয়না জলের গান’, অ্যাশেজের ‘বিভ্রম’সহ বেশ কয়েকটি অ্যালবামের গান প্রকাশ্যে এসেছে।