১৪—এবারের আইপিএলে এখন পর্যন্ত মোস্তাফিজুর রহমানের উইকেটসংখ্যা এটি। এর চেয়ে বেশি উইকেট এখনো কেউ নিতে পারেননি। ১৪ উইকেটের মালিক অবশ্য একা মোস্তাফিজ নন, মুম্বাই ইন্ডিয়ানসের যশপ্রীত বুমরা আর পাঞ্জাব কিংসের হার্শাল প্যাটেলের সমান সংখ্যক উইকেট আছে।
যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি তিনজন হলেও পার্পল ক্যাপ একটিই। আর সেটি এখন বুমরার মাথায়। অনেকেই প্রশ্ন করতে পারেন, বুমরার সমান উইকেট পেয়েও মোস্তাফিজ কেন পার্পল ক্যাপ পাননি? বুমরা ও হার্শালের চেয়ে ম্যাচ কম খেলেই মোস্তাফিজ তাঁদের সমান উইকেট নিয়েছেন। দুই ভারতীয় বোলারের যেখানে ১৪ উইকেট নিতে ৯ ম্যাচ খেলতে হয়েছে, মোস্তাফিজ ৮ ম্যাচেই তাঁদের ছুঁয়ে ফেলেছেন। তবু কেন মোস্তাফিজ পার্পল ক্যাপের মালিক নন?