নারীদের প্রজনন স্বাস্থ্যের সাধারণ সমস্যা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৪, ১৯:৩০
প্রজনন প্রক্রিয়া নারীদের স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ দিক- যা উর্বরতা, ঋতুস্রাব ও সামগ্রিক সুস্থতায় ভূমিকা রাখে।
নারীদের প্রজনন স্বাস্থ্যের যত্ন নিতে জীবনযাত্রার উন্নয়ন, পেশাদার স্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা ও সক্রিয় কৌশল অনুশীলন অন্তর্ভুক্ত।
হিন্দুস্থানটাইমসে প্রকাশিত এক সাক্ষাৎকারে ভারতের ‘ভারানাসি বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ’য়ের স্বাস্থ্য পরামর্শক ডা. দ্বীপিকা মিশ্রা বলেন, “নারীদের সাধারণ কিছু প্রজনন সমস্যার মধ্যে রয়েছে মেনোরেজিয়া (ভারী রক্তপাত), ডিসমেনোরিয়া (বেদনাদায়ক মাসিক) এবং অনিয়মিত মাসিক।”
- ট্যাগ:
- স্বাস্থ্য
- প্রজনন
- প্রজনন ক্ষমতা