ইসরায়েল–পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক হওয়ার আশা নষ্ট হলো যেভাবে

প্রথম আলো ইসরায়েল প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৪, ১২:২১

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ২২ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পা রাখেন। তাঁর এ সফর অবাক করেছে অনেককে। এ তালিকায় রয়েছে এমন অনেক পক্ষ, যারা চাইত না রাইসি আসলেই এ সফরে যান। বিস্মিত হয়েছেন পাকিস্তানের অনেকেও।


পাকিস্তান ও ইরান প্রতিবেশী। দীর্ঘ সময় ধরে দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক রয়েছে। তবে সম্প্রতি মুখোমুখি অবস্থানে যায় তেহরান ও ইসলামাবাদ। চলতি বছরের শুরুর দিকে একে–অপরের সীমান্ত এলাকায় পাল্টাপাল্টি বিমান হামলা চালায় দুই দেশ। এতে এক নজিরবিহীন পরিস্থিতি দেখা দেয়।


গত ১৭ জানুয়ারি পাকিস্তানে প্রথম বিমান হামলা চালায় তেহরান। পাকিস্তানে অবস্থান করা ইরানবিরোধী সশস্ত্র গোষ্ঠী জাইশ আল–আদলের অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে জানিয়েছিল দেশটি। হামলায় দুই শিশু নিহত ও তিনজন আহত হয় বলে দাবি করে ইসলামাবাদ। পরে ইরানে বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে পাল্টা বিমান হামলা চালায় পাকিস্তান। এতে নিহত হন ৯ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও