দেশে বিপন্ন একটি মাছের বিস্তৃত তথ্য আছে এই গবেষকের কাছে
প্রথম আলো
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৪, ১৬:৩৪
কক্সবাজারের দক্ষিণে এবং সোনাদিয়া দ্বীপের আশপাশে হাঙর (শার্ক) আর শাপলাপাতা (রে) মাছের আনাগোনা আছে। ২০১৭ সালে এসবের তথ্যভান্ডার গড়ার কাজ শুরু করেন আলিফা বিনতে হক। কিন্তু শুরুতেই বিপত্তি। জেলেরা তাঁকে নিতে চাইছেন না। জেলেদের বিশ্বাস, ‘নৌকায় মহিলা থাকলে মাছ পাওয়া যাবে না!’
আলিফার অক্সফোর্ডে তাঁর শিক্ষক অধ্যাপক অ্যালেক্স রজার্সের কথা মনে পড়ে যায়। ব্যক্তিগত সাবমেরিন নিয়ে ইচ্ছেমতো সমুদ্রের গভীরে চলে যান এই অধ্যাপক, গবেষণা করেন। কিন্তু আলিফা হকের তো সেসব আকাশকুসুম ভেবে লাভ নেই! তিনি অন্য রাস্তা ধরলেন। জেলেদের আস্থাভাজন হওয়ার চেষ্টা করলেন। তাঁদের নিয়ে নানা কাজ করলেন। সমস্যার সমাধানও হলো।