চুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় বাসচালক গ্রেফতার
যুগান্তর
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৪, ১৭:৫৫
চট্টগ্রাম-কাপ্তাই সড়কে চুয়েটের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক শাহ আমানত বাসের চালককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে চট্টগ্রাম নগরী থেকে তাকে গ্রেফতার করা হয়৷ তার নাম তাজুল ইসলাম (৪৮)।
চালক গ্রেফতারের বিষয়ে শিক্ষার্থীদের অবহিত করা হলে তারা সন্তোষ প্রকাশ করেছেন। তবে বাকি দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তারা।