চোরাই পথে আসা সিগারেটের বিক্রি ঠেকাতে জেলা প্রশাসকদের সহায়তা চায় এনবিআর
প্রথম আলো
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৪, ১৯:৩৩
দেশে গত এক বছরে কোনো বিদেশি সিগারেট আমদানি হয়নি। অথচ মহানগর থেকে শুরু করে জেলা, উপজেলাসহ সারা দেশেই ডানহিল, ট্রিপল ফাইভ, ইজি, অরিস, মন্ডসহ বিভিন্ন ধরনের বিদেশি সিগারেট বিক্রি হচ্ছে। দেশে এসব সিগারেট আসে চোরাই পথে। তার পরও আগের চেয়ে অনেক সহজলভ্য।
বিদেশি সিগারেট চোরাই পথে আসার কারণে এগুলোর বিক্রির বিপরীতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কোনোরকম রাজস্ব পায় না। সে জন্য দেশের বাজারে অবৈধ উপায়ে বিদেশি সিগারেট বিপণন বন্ধ করতে জেলা প্রশাসকদের সহায়তা চেয়েছে এনবিআর। এ ব্যাপারে সংস্থাটি সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দিয়েছে। চিঠিতে মন্ত্রিপরিষদ বিভাগকে চোরাচালান প্রতিরোধের অংশ হিসেবে অবৈধভাবে আসা সিগারেট বাজারজাতকরণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের আধা সরকারি পত্র পাঠানোর অনুরোধ জানিয়েছে এনবিআর।