You have reached your daily news limit

Please log in to continue


‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য’

এবারের ঈদে এক নারী পুলিশ সদস্যের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা গেছে মেহেদি রাঙানো সতর্ক ও দৃঢ় হাতে তিনি ধরে রেখেছেন শটগানের ব্যারেল।

ছবিটি তুলেছেন একটি জাতীয় দৈনিকের ফটোসাংবাদিক জীবন আহমেদ।

ফটোগ্রাফার জীবন ঈদের দিন সকাল ১০টায় তার ফেসবুক অ্যাকাউন্টে ওই ছবি পোস্ট করেন। এখন পর্যন্ত প্রায় সাড়ে ৭ হাজার বার শেয়ার হয়েছে ছবিটি, প্রায় সাড়ে ৫০০ মানুষ এতে মন্তব্য করেছেন এবং ১৭ হাজারের বেশি মানুষ ছবিটিতে বিভিন্ন রিঅ্যাকশন জানিয়েছেন।

ছবির ক্যাপশনে লিখা ছিল 'ঈদ মোবারক' এবং জাতীয় ঈদগাহ ময়দান ট্যাগ করা ছিল।

পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্তা ছবিটি শেয়ার করেছেন। ছবিটি পুলিশের কর্ম উদ্দীপনার প্রতীকে রূপ নিয়েছে।

এখন প্রশ্ন-ছবিটি সাধারণ মানুষ কেন এত পছন্দ করল? কেন ছবিটি মানুষের মন জয় করে নিল?

প্রকৃতপক্ষে বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো নারী পুলিশ সদস্য বন্দুক হাতে তার দায়িত্ব পালন করছেন, এটা দুর্লভ কোনো ছবি নয়। গ্রাম, ইউনিয়ন পরিষদ, উপজেলা, জেলা বা মহানগরের এমন চিত্র প্রায়ই দেখা যায়। তাহলে এই ছবির গুরুত্ব কোথায়?

ফটোগ্রাফার জীবনের ওই ছবির পোস্টে একটি মন্তব্য দেখা গেছে, 'মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য' (কাজী নজরুলের বিদ্রোহী কবিতার একটি লাইন)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন