কোন প্রকল্পে কত সুদ, কবে শুরু ঋণ শোধ

প্রথম আলো প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৪, ১২:৪১

দেশে বিদেশি ঋণ নিয়ে এখন বেশ আলোচনা হচ্ছে। এই ঋণ পরিশোধের চাপ ধীরে ধীরে বাড়ছে। গত ২০২২-২৩ অর্থবছরে মোট ২৬৭ কোটি ডলারের ঋণ পরিশোধ করতে হয়েছে। আগামী সাত বছরে ঋণ পরিশোধের পরিমাণ বেড়ে দ্বিগুণ হবে বলে মনে করছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।


ইতিমধ্যে দ্বিপক্ষীয় ভিত্তিতে রাশিয়া, চীন ও ভারতের কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধ শুরু হয়ে গেছে। এমনকি মেট্রোরেলের মতো বড় প্রকল্পের জন্য নেওয়া ঋণের কিস্তি পরিশোধ শুরু হয়েছে। মূলত এসব কারণেই গত কয়েক বছরে ঋণ পরিশোধের চাপ বেড়েছে।


রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, পদ্মা সেতুর রেলসংযোগ, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ দ্বিপক্ষীয় ভিত্তিতে বা বিভিন্ন দেশের কাছ থেকে বেশ কিছু বড় প্রকল্পে ঋণ নেওয়া হয়েছে। এখন চলুন, আমরা এসব ঋণের পরিমাণ, সুদ, গ্রেস পিরিয়ড ইত্যাদি জেনে নিই। এই ঋণগুলোর কিস্তি পরিশোধ কবে থেকে শুরু হয়েছে বা হবে, তা–ও দেখে নেওয়া যাক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও