You have reached your daily news limit

Please log in to continue


ছয় দফায় ভারত থেকে এল ৬৩০ টন আতপ চাল

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সবচেয়ে বেশি আমদানি হয় পাথর। বেশ কয়েক বছর পর বন্দরটি দিয়ে চাল আমদানির অনুমতি মিলেছে। তারই ধারাবাহিকতায় এই বন্দর দিয়ে ছয় দফায় ৬৩০ টন আতপ চাল আমদানি হয়েছে। গত ২৬ নভেম্বর থেকে গত ২৮ জানুয়ারি পর্যন্ত এসব চাল বন্দরটিতে এসে পৌঁছেছে।

বন্দরটির ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান, সিঅ্যান্ডএফ এজেন্ট প্রহর ইন্টারন্যাশনালের মাধ্যমে চট্টগ্রামের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সামসুল আলম এসব চাল আমদানি করেছে। গত ২৬ নভেম্বর থেকে এই চাল আমদানি শুরু হয়। 

আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সামসুল আলমের প্রতিনিধি মো. ছাদেক প্রথম আলোকে বলেন, ‘২০১৮ সালে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমরা ১৪ হাজার টন আতপ চাল আমদানি করেছিলাম। এরপর থেকে এই বন্দর দিয়ে আর চাল আমদানি হয়নি। এবার অনুমতি পাওয়ার পর আমরা দুই হাজার টন চাল আমদানির ঋণপত্র (এলসি) খুলেছি। তার মধ্যে এখন পর্যন্ত ৬৩০ টন চাল এসেছে।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন