You have reached your daily news limit

Please log in to continue


পাকিস্তান সফরে মিল্ন ও অ্যালেনকেও পাচ্ছে না নিউ জিল্যান্ড

নানা কারণে এমনিতেই পাকিস্তান সফরে দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে নিউ জিল্যান্ড। সেই দলটিই আরও খর্বশক্তির হয়ে পড়ল স্বোয়াডের মূল ক্রিকেটারদের দুজনকে হারিয়ে। চোটের কারণে এই সফর থেকে ছিটকে গেলেন ফাস্ট বোলার অ্যাডাম মিল্ন ও আগ্রাসী ওপেনার ফিন অ্যালেন। 

এই দুজনের বদলি হিসেবে সুযোগ পেলেন টম ব্লান্ডেল ও জ্যাক ফউকস। টেস্ট দলেল নিয়মিত কিপার-ব্যাটসম্যান ব্লান্ডেল টি-টোয়েন্টি দলে ফিরলেন আড়াই বছর পর। তরুণ পেস বোলিং অলরাউন্ডার ফউকস জাতীয় দলে ডাক পেলেন প্রথমবার। 

মিল্ন ও অ্যালেনকে হারানো নিউ জিল্যান্ডের জন্য বড় ধাক্কা অবশ্যই। আইপিএলে ব্যস্ততার কারণে প্রথম সারির ৯ ক্রিকেটারকে এই সফরে পাচ্ছে না তারা এমনিতেই। এছাড়াও চোট-বিশ্রাম-ছুটি মিলিয়ে এই সফরে নেই টিম সাউদি, উইল ইয়াং ও টম ল্যাথাম। সেই ১২ জনের সঙ্গে এবার যোগ হলো মিল্ন ও অ্যালেনের নাম। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন