স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
প্রথম আলো
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৪, ০৯:৪৬
স্মার্টফোনে কাজ করার সময় ভুলবশত জরুরি ছবি মুছে যায় অনেকের। ফলে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। তবে চাইলেই স্মার্টফোন থেকে মুছে ফেলা ছবি উদ্ধার করা যায়। স্মার্টফোন থেকে মুছে ফেলা ছবি উদ্ধারের পদ্ধতি দেখে নেওয়া যাক।
ব্যাকআপ থেকে ছবি পুনরুদ্ধার করা
বর্তমানে প্রায় সব ধরনের স্মার্টফোনেই ব্যাকআপ অপশন থাকে। ফলে ছবি মুছে ফেলা হলেও সেটি সাময়িক সময়ের জন্য ব্যাকআপ অপশনে জমা থাকে। গুগল ব্যাকআপ থেকে ছবি উদ্ধারের জন্য সেটিংস অপশনে প্রবেশ করে ‘অ্যাকাউন্টস অ্যান্ড ব্যাকআপ’ নির্বাচন করতে হবে। এরপর গুগল ড্রাইভের নিচে থাকা ব্যাকআপ ডেটাতে ট্যাপ করে পর্দায় দেখানো নির্দেশনা অনুসরণ করলেই মুছে ফেলা ছবি উদ্ধার করা যাবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- স্মার্টফোন
- ছবি
- উদ্ধার